২০২৩ সালের ভারতবর্ষ। করোনার কবলমুক্ত মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। স্কুল, কলেজ, অফিস আগের মতো খুলে যেতে শুরু করেছে। এরই মধ্যে তুমুল ব্যস্ততা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর দপ্তরে। শেষ তিন বছর ধরে দেশে বিভিন্ন ধরনের নাশকতা ও সন্ত্রাস চালিয়ে যাবার চেষ্টা করে চলেছে একটি সংগঠন। তাদের সমূলে উপড়ে দেবার কাজে নেমেছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি বরুণ ভদ্র ও অ্যানালিস্ট অবিনাশ নায়েক। কিন্তু কাজটা মোটেই সহজ হয়নি।
তখন ডাক পড়ল র-এর সবচেয়ে কনিষ্ঠ এবং নব্য এজেন্টের-- আর্চি ব্যানার্জি। বেঙ্গালুরু থেকে মুম্বই, লন্ডন হয়ে তাকে বেলারুশ ছুটতে হল এই দলের খবর নিতে ও তাদের কাজ বন্ধ করতে। শুধু তাতেই কি সম্ভব এই অপরাধ দমন? কাজে নেমে যখন সে জানতে পারল শেষ তিন বছরে ঘটে যাওয়া সমস্ত অপরাধ; দেশ জুড়ে বিভিন্ন খুন, প্লেন হাইজ্যাক, বম্ব ব্লাস্ট, কিছু আত্মহত্যা, এমনকী কিছু মানুষকে মারতে ট্রেন অ্যাক্সিডেন্ট, রেপ কেস ও দেশের এরকম অনেক অন্যান্য অপরাধ সব এক সূত্রে বাঁধা, তখন কী করল আর্চি?
কী হবে যদি এই পুরো ঘটনার পেছনে থাকে একটিমাত্র মানুষ, যাকে কেউ চেনে না, কেউ জানে না? কী হবে দেশের সব থেকে বড়ো সিক্রেট অপারেশনের? কী হবে অপারেশন ব্ল্যাক ক্যাট-এর? আর্চির শেষ তিন বছরের সমস্ত শিক্ষা, কোডিং-এর দক্ষতা ও মার্শাল আর্টস ও বিভিন্ন খেলার তালিম কাজে আসবে কি? ধরা কি সম্ভব আড়ালে থাকা সেই ছায়াময় মানুষটিকে, যে পিছনে থেকে ছড়িয়ে চলেছে হিংসার বীজ, মেলে ধরেছে ভয়ের পাখনা সারা দেশে? সে আসলে কে? কী তার আসল উদ্দেশ্য?