প্রেম শব্দটা ম্যাজিক ঘটায়। আধুনিক থেকে আধুনিকতর মানুষ ওই ম্যাজিকে সম্মোহিত। অবৈধ বা বৈধ নয়- প্রেমের কোনও আইন নেই। পরকীয়া প্রেম হয় না। প্রেমের গভীরে যত ঢোকা যায় সে তত মধুর। দুঃখ থাকুক, বিচ্ছেদ থাকুক, প্রতারণা থাকুক- তবু, রহস্যময় প্রেমের উতল হাওয়া ভাসিয়ে নিয়ে যায় আমাদের মন।
প্রেমের কোনও সময় নেই, কোনও বয়স নেই। যে-কোনো বয়সে যে-কোনো পরিস্থিতিতে বা কালে প্রেম আসতে পারে।
সাধারনত বসন্তকাল হল প্রেমের মাস। তারপর বর্ষায় আবার প্রেম বুকের দরজার কড়া নাড়ে। কৈশোর, যৌবন ছাড়িয়ে কখনও জীবনের পরন্তবেলায় অবসরে প্রেম ধরা দেয়। তাই সতত প্রেম বড়ো মিঠে, বড়ো মধুর।
-----------------
মধুমালতী
রূপালী সামন্ত
১৯৯/-