“বামন হয়ে চাঁদ ধরবে
এই তার কামনা রে
এই তার কামনা।
মোহনবাগান শিল্ড নেবে
এই তার বাসনা রে,
এই তার বাসনা।”
১৯০৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় রাউন্ডেই গর্ডন হাইল্যান্ডার্স-এর কাছে তিন গোলে হেরে আইএফএ শিল্ড থেকে বিদায় নেওয়ার পর মোহনবাগানকে নিয়ে সং বেঁধেছিল অন্যান্য বাঙালি ক্লাবের সমর্থকরা। পরের বছরও স্বপ্নভঙ্গ; প্রথম রাউন্ডেই বিদায়। অতঃপর ১৯১১-র ২৯ জুলাই-- একদল বঙ্গসন্তানের সবুজ ঘাসে ইতিহাস লেখার দিন।
ঘটি-বাঙালের লড়াইয়ের প্রথম পক্ষকে নিয়ে অসংখ্য খুঁটিনাটি জানা-অজানা তথ্যের সংকলন “কুইজের ময়দানে মোহনবাগান”।
-------------------
কুইজের ময়দানে মোহনবাগান : প্রথম খণ্ড
সঞ্জয় মাইতি ও পুলক মোহন বেরা
প্রচ্ছদ : মধুসূদন পড়ুয়া