এই পুঁথির কথক নিজেই একজন আশ্চর্য ধরনের জাতিস্মর। ঘটনাচক্রে পূর্বজন্মের স্মৃতির সরণি বেয়ে সে পৌঁছে যায় যুগ থেকে যুগান্তরে। মহাকালের স্রোতের বিপরীত থেকে কখনও তার মানসপটে ভেসে ওঠে প্রাচীন ভারতবর্ষের পাটলিপুত্র নগরী, কিংবা গৌরবোজ্জ্বল গুপ্তযুগ, কখনও আবার উদ্ভাসিত হয় সুদূর দক্ষিণ আমেরিকা মহাদেশের ইনকা সভ্যতার স্মৃতি কিংবা মধ্যযুগের রোমান সাম্রাজ্য কিংবা প্রাচীন চেনলা প্রদেশ। শুধু তা-ই নয়, ধুমকেতুর মতো ইতিহাসের নানান প্রথিতযশা চরিত্রেরও আগমন ঘটে এর এক-একটি কাহিনিতে। অতীতের স্মৃতির সরণি বেয়ে যুগে যুগে সে অবতীর্ণ হয় নানা অবিশ্বাস্য ভূমিকায়। সেই সমস্ত যুগে তার সঙ্গে ঘটে যাওয়া বিচিত্র সব কাহিনির সমাহারে নির্মিত এই পুঁথি।
------------------------
জাতিস্মরের পুঁথি
ভিক্টর বন্দ্যোপাধ্যায়
৩৪৯/-